যুবদের শুশ্রূষা পেল আহত ষাঁড়

0
54

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ

এক অসুস্থ ষাঁড়কে সুস্থ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল একদল যুবক৷ জানা গেছে , শুক্রবার বংশীহারীর নারায়নপুরে অবস্থিত মহকুমা খাদ্য দপ্তরের নিকটে অসুস্থ এক ষাঁড়কে পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক৷দেখা যায় , ষাঁড়টির পিঠ এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ক্ষতচিহ্ন ৷ ক্ষতস্থানে মাছি ভনভন করছে৷ স্থানীয় যুবকেরা তড়িঘড়ি স্থানীয় পশু হাসপাতালে খবর দিলে চিকিৎসক ছুটে আসেন৷

নিজস্ব চিত্র

তিনি ষাঁড়টির ক্ষতস্থান পরিষ্কার করেন এবং মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন এবং ইঞ্জেক্সন করেন৷ পশু চিকিৎসক প্রদীপ রায় বলেন, নিরীহ পশুকে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ৷ কয়েদিন ষাঁড়টির চিকিৎসা করতে হবে৷ স্থানীয় যুবকরা ষাঁড়টির শুশ্রূষার দায়িত্ব নিয়েছে৷ তারাই ষাঁড়টির জল এবং খাবারের ব্যবস্থা করছে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here