নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
বাবার সঙ্গে কথা কাটাকাটি। আর তাতেই আত্মঘাতী যুবক।বাড়ির সবাইকে ফোন করে লাইভে ডেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

পুলিশি সূত্রে জানা যায়, মৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী(২৭), উত্তর ২৪ পরগনার পলতার কল্যাণগ্রামের বাসিন্দা। শুভঙ্কর পেশায়
দিল্লি মেট্রো সংস্থার ইঞ্জিনিয়র ছিলেন।
দিল্লিতে যে বাড়িতে থাকেতেন সেখানেই এমন ঘটেছে বলে দাবি পুলিশের।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তারপরই আত্মহত্যা করেন তিনি। পুরো বিষয়টি মামারবাড়ির সদস্যদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখান তিনি।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বৃদ্ধার রহস্য মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল
জানা গেছে, মামাবাড়িতেই বড় হয়েছিলেন শুভঙ্কর । সেখানেই ফোন করে গতকাল রাতে সকলকে ফেসবুকে আসতে বলে সে। এরপর লাইভ চালু করে সকলের সামনেই ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। এরপর মামাবাড়ির লোকজন দিল্লি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। শুভঙ্করের মৃতদেহ আনতে দিল্লি গেছে তাঁর পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584