নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়ায় দুষ্কৃতী হামলায় নিহত তৃণমূল কর্মী মুস্তফা কামালের বাড়িতে পৌঁছালেন দলের যুব কমিটির সদস্যরা। প্রয়াত কর্মীর পরিবারের অন্যান্য সদস্যরা কেমন আছেন, সবাই সুস্থ রয়েছেন কি না বা কোথাও কোন অসুবিধা বা সমস্যা হচ্ছে কিনা তা জানতে বুধবার চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের যুব সভাপতি নিহত কর্মীর বাড়ি যান।

সেখানে পৌঁছে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আগামীতে তাদের সঙ্গে লড়াইয়ে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তারা। সম্প্রতি পেট্রল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথস্তরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে কীভাবে ভর্তি একাদশ শ্রেণিতে, জানালেন শিক্ষামন্ত্রী
সেখানে সিপিআইএম কংগ্রেসের জোটের দুষ্কৃতীরা তাদের দলের মুস্তফা কামাল সহ আরও একজনকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। দু’জনই জখম হন। আশঙ্কা জনক অবস্থায় একজনকে শিলিগুড়ি মেডিকেল ও অপরজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। দু’জনের মধ্যে একজন মুস্তফা কামাল। শিলিগুড়িতে মৃত্যু হয় মুস্তফা কামালের।
চোপড়া ব্লক যুব তৃণমূল ওয়ার্কিং প্রেসিডেন্ট হাসান আলী বুধবার প্রয়াত কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এদিন মৃত কর্মীর বাড়িতে উপস্থিত ছিলেন মাঝিয়ালি অঞ্চল যুব সভাপতি নাসির হোসেন, ঘিরণী গাও -এর যুব সভাপতি তবিবুর রহমান, দাসপাড়ার যুব সভাপতি জাকির হোসেন এবং সাদ্দাম হোসেন ও শাহিদ হোসেন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584