সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। বাম থেকে ডান সব পক্ষ নিজেদের অস্তিত্ব দেখাতে পথে নেমেছে এলাকায়। এবার নিজেদের শক্তি প্রদর্শন করতে প্রস্তুত কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেসও। মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাখির চোখ কুল্পি বিধানসভা।
ইতিমধ্যে যুবশক্তি বাড়াতে নতুন নতুন রণকৌশল আঁটছে রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জি। তার শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে জেলায় তা দেখতে অভিষেক ব্যানার্জির নির্দেশে বাইক মিছিলের আয়োজন করে কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তারকনাথ প্রামানিক।
কুল্পি ব্লকের ১৪ টা গ্রামপঞ্চায়েত থেকে আসা যুব সর্মথকদের নিয়ে হয় বাইক মিছিল। যা ঐতিহাসিক বাইক মিছিল বলে যুব সমাজের মত। দলনঘাটা থেকে শুরু হয় এই মিছিল।তবে ওই বাইক মিছিলে নাজেহাল হয়ে যায় সাধারণ মানুষ।
একশ সতের নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বাইক মিছিল করে যুব তৃণমূল কংগ্রেস। নেই মুখে মাস্ক, নেই হেলমেট, ফলে করোনার সময়ে আতঙ্কে কুল্পি বিধানসভার এলাকাবাসী।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক। ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)।
আরও পড়ুনঃ বালুরঘাটে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ স্বনির্ভর দলের মহিলাদের
তবে সাধারণ মানুষের অসুবিধার জন্য ক্ষমা চান তৃণমূল নেতা প্রদ্যুৎ মন্ডল।একহাজার বাইক নিয়ে মিছিল করে পঞ্চাশ কিলোমিটার গিয়ে কুল্পি ব্লকে শেষ হয় এদিনের মিছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584