নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দমকলের সাহায্যে গোটা করণদিঘি ব্লক স্যানিটাইজ় করল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। রবিবার প্রায় সারাদিন ধরে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে দলের কর্মী এবং ডালখোলা দমকলের কর্মীরা করণদিঘি ব্লকের সমস্ত অফিস, ব্যাংক, থানা ও দোকান, বাজার জীবাণুমুক্ত করার অভিযানে নামে।
গৌতমবাবু জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ তথা রাজ্যজুড়ে লকডাউন চললেও সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে বাজার, মুদি দোকান, রেশন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলা রয়েছে ব্যাংকও। ফলে বাজার, রেশন দোকানে খাদ্যসামগ্রী কিনতে মানুষের ভিড় হচ্ছে।
সেইসব এলাকা পরিষ্কার করার পাশাপাশি স্যানিটাইজ় করার উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ডালখোলা দমকলবাহিনীর কর্মীরা।
আরও পড়ুনঃ ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ মানুষের পাশে মাসুদ করিম
রবিবার দমকলের ইঞ্জিন দিয়ে স্যানিটাইজ় করা হয় গোটা করণদিঘি ব্লক সদর এলাকা, টুঙিদিঘি ও রসাখোয়া এলাকার বাজার ও দোকানগুলি। এদিন গৌতমবাবুর পক্ষ থেকে দমকলকর্মীদের হাতে সার্জিক্যাল মাস্কও তুলে দেওয়া হয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584