মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কসবা থানায় চুরির অভিযোগ দায়ের করতে গিয়ে হেনস্থার শিকার হতে হল দুই যুবককে। হাফ প্যান্ট আর টি শার্ট পরে থানায় যাওয়াটাই তাঁর একমাত্র অপরাধ। যার কারণে অভিযোগ জমাই নিলেন না কসবা থানার পুলিশ।

পিকনিক গার্ডেনের বাসিন্দা বার্ণিক দত্ত। তাঁর বাড়ির কাছে একটি মন্দির রয়েছে। সেখানে চুরি হয়। সেই চুরির অভিযোগ দায়ের করতে এসেছিলেন বার্ণিক ও তাঁর বন্ধু অভিষেক। বার্ণিকের কথায়, সেই সময় থানা থেকে জানান হয়, ‘আপনারা হাফ প্যান্ট পরে আছেন। বাড়ি থেকে ফুল প্যান্ট পড়ে আসুন।’
তখন বার্ণিক বলেন, ‘আমরা অভিযোগ জমা নেওয়ার জন্য বারবার অনুরোধ করি আর বলি এমার্জেন্সি আছে। আমরা অভিযোগ লিখেও এনেছি। আপনাদের লিখতেও হবে না। শুধু অভিযোগপত্রটা জমা দেব, চলে যাব।’ তাও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পোশাক বদলে আসেন তাঁরা। এরপর অভিযোগ রেজিস্টার করেন কসবা থানায়। কিন্তু কোনোমতেই অভিযোগ জমা নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ “আবেগতাড়িত হয়েই ওভাবে বলা”, রুমানার ধর্ম বিতর্কে জানালেন সংসদ প্রধান
এদিকে থানায় আদৌ পোশাক বিধি চালু আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন ওই যুবক। এনিয়ে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলেও জানতে চান তিনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। এরপরই জি ২৪ ঘন্টার খবরের জেরে ডেকে পাঠানো হল অভিষেক ও বার্নিককে। কসবা থানার যে পুলিশ আধিকারিক তাঁদের বলেছিলেন, ‘হাফ প্যান্ট পরে থাকলে অভিযোগ নেওয়া করা যাবে না’, তাঁকে চিন্থিত করেন ওই দুই যুবক।
আরও পড়ুনঃ রুমানার স্কুলে পরীক্ষার্থীদের বিক্ষোভ, উচ্চমাধ্যমিকে নম্বর কম দেওয়ার অভিযোগ
প্রসঙ্গত, ডিসি রসিদ মুনির খাঁ অ্যাসিস্টেন্ট কমিশনারকে ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি ওই দুই যুবকের অভিযোগ শোনেন। তারপর পোশাক নিয়ে যিনি মন্তব্য করেছিলেন তাঁকে চিন্থিত করেছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে। অভিযোগ দায়ের করার সময় ওই যুবকদের উদ্দেশে ঠিক কী কারণে তিনি এমন মন্তব্য করেছিলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584