ফেসবুক-টুইটারের পর এবার বন্ধ হল ট্রাম্পের ইউটিউব চ্যানেলও

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

donald trump | newsfront.co
ফাইল চিত্র

হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক-টুইটারের পর এবার বন্ধ ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলও। গত সপ্তাহে মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হিংসাত্মক হামলা চালায়। এই ঘটনার জেরে নীতি লঙ্ঘনের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এরপরই ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। এই নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দূরত্ব বাড়াচ্ছে ট্রাম্পের থেকে। মঙ্গলবারই ট্রাম্পের চ্যানেল বন্ধের মতো সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউবের মালিক অ্যালফাবেট।

অন্তত সাতদিন ট্রাম্পের ইউটিউব চ্যানেলে কোনও ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিমিং করা যাবে না। পরে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়তেও পারে বলে জানা গিয়েছে। এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাইডেনের অভিষেকের আগে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র হামলার হতে পারে সতর্ক করেছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের সঙ্গে জড়িত থাকায় ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

গত বুধবার যেভাবে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। বাইডেনের অভিষেকের দিন পর্যন্ত সমস্ত রাজ্যের প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন গোয়েন্দারা। রাজধানী ওয়াশিংটনে ১৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন সৌধে পর্যটনে নিষেধাজ্ঞা জারি হয়েছে।কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আমেরিকার রাজধানীতে অবস্থিত ক্যাপটল হিলকে। বিভিন্ন রাজ্যের রাজধানীতেও একই চিত্র। সর্বত্র নিরাপত্তা বেষ্টনী। অন্তত ১২টি রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সরকার বিরোধীদের কর্মকাণ্ডের উপর নজর রাখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here