অবসর নিলেন ইউসুফ পাঠান

0
74

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

দেশের জার্সিতে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ একটা পঞ্চাশ ওভার বিশ্বকাপ আর তিনবার আইপিএল ট্রফি, হাতে গোনা কয়েকজন প্লেয়ার আছেন যারা এই সম্মানের অধিকারী তাঁদের মধ্যে একজন ইউসুফ পাঠান। সেই অল রাউন্ডার পাঠান শুক্রবার অবসর নিলেন।

sachin tendulkar | newsfront.co

টুইটারে সেই কথা জানিয়ে ইউসুফ লেখেন, “আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, সমর্থক, দল, কোচ-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের লাগাতার ভালবাসা আর সমর্থনের জন্য।“২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ইউসুফের। দেশের জার্সিতে ৫৭টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

yusuf pathan | newsfront.co

আক্রমন ছিল ব্যাটে ব্যাটসম্যান তথা অফ-স্পিনারের ওয়ানডে-তে সংগ্রহ ৮১০ রান। টি-টোয়েন্টিতে করেছেন ২৩৬ রান। সীমিত ওভারের ক্রিকেটে নিয়েছেন মোট ৪৬টি উইকেট। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ান-ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুনঃ অশ্বিনকে অভিনন্দন কুম্বলের

পাশাপাশি ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের জার্সিতে ট্রফি তুলেছিলেন। তার আগে আবার ২০০৮ সালে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দলেরও অংশ ছিলেন ইউসুফ। এই আইপিএলে দল না পেয়েই অবসর বলে জানা যাচ্ছে তার ভাই ইরফান তার থেকে বড় তারকা হলেও ইউসুফের মত কীর্তি নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here