কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়ে যুবলীগের ব্লক সম্মেলন দিনহাটায়

0
64

মনিরুল হক, কোচবিহারঃ

দিল্লির কৃষক আন্দোলন ও তাদের ডাকা বনধ সফল করতে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়ে দিনহাটা ১ নম্বর ব্লকে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ দিনহাটার পেটলায় ভগত সিং ভবনে যুবলীগের ওই ব্লক সম্মেলনের সূচনা করেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক অক্ষয় ঠাকুর।

aiyl | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, জেলা সম্পাদক তপন সরকার, দিনহাটা মহকুমা সম্পাদক রৌশন হাবিব, সভাপতি জয়ন্ত দাস ও যুব নেতা জয় গুহ। সম্মেলনে সুভাষ বর্মন কে সভাপতি এবং মজনু রহমানকে সম্পাদক করে ২১ জনের একটি ব্লক কমিটি গঠন করা হয়।

meeting | newsfront.co
বনধের সমর্থনে মিছিল। নিজস্ব চিত্র

এদিন এবিষয়ে যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন, কেন্দ্র সরকার যেভাবে নতুন কৃষি আইন করে দেশের কৃষকদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তার বিরুদ্ধে গোটা দেশের কৃষক প্রতিবাদ জানিয়ে আজ দিল্লি অবরুদ্ধ করে রেখেছে। আমরা প্রথম থেকেই ওই কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে এসেছিলাম।

আরও পড়ুনঃ জেলের আসামীর কথা বিশ্বাস করে না, সুদীপ্ত সেন চিঠি প্রসঙ্গে দিলীপ মন্তব্য

তাদের ডাকা ৮ই ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন জানানোর পাশাপাশি রাস্তায় নেমে বনধ সফল করা হবে।
শুধু কৃষি আইন নয়, রাজ্য সরকারের নানা ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়েছে ওই সম্মেলনে। রাজ্যে একটি সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ শুভেন্দু’র পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার-হোর্ডিং, রাজনৈতিক জল্পনা

আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী ভূমিকার বিরোধিতা করে গণ আন্দোলন গড়ে তোলার জন্য ওই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here