বাবার হিন্দু বিরোধী মন্তব্য সমর্থন করছেন না জন্মদিনে জানালেন যুবরাজ

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

yuvraj singh | newsfront.co
ফাইল চিত্র

তার বাবা যোগরাজ সিং চাষীদের বিদ্রোহের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু বিদ্বেষী মন্তব্য করেছিলেন। এবার মুখ খুললেন যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক সাফ জানান যে তিনি তার বাবার সঙ্গে একমত নন।

আজ নিজের জন্মদিনে যুবরাজ সিং একটি বিবৃতি প্ৰকাশ করেন টুইটারে। সেখানে তিনি লেখেন, “কৃষকরা দেশের জীবনীশক্তি। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। জন্মদিন হল এমন এক দিন যেদিন নিজেদের সমস্ত ইচ্ছা পূরণ করা হয়। আমার ইচ্ছা কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে দ্রুত যেন আলোচনার মাধ্যমে এই বিষয়ে নিষ্পত্তি হয়। দেশের কৃষকরা খুশি থাকবে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না।“

আরও পড়ুনঃ  লকডাউন ছিল অত্যাচার বলছেন শাস্ত্রী

এছাড়া যোগরাজ সিং দেশের হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সেই বিষয়ে যুবি জানান, “বাবা যা মন্তব্য করেছেন, তাতে আমি রীতিমত দুঃখিত। আমি স্পষ্ট করে জানাতে চাই, এটা সম্পূর্ণই ওঁর ব্যক্তিগত মত। আমার ভাবনার সঙ্গে কোনোভাবেই তা মিল নেই।“

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়। সেখানে যুবরাজের বাবা বলেন “শত বছর মুঘলদের গোলামি করে হিন্দুরা বিশ্বাসঘাতক হয়ে গিয়েছে।“ হিন্দু এবং গুজরাটিদের একের পর এক আপত্তিকর আক্রমণ করে বসেন। প্রসঙ্গত মোদী সরকারের কৃষি বিল নিয়ে সারা দেশে আন্দোলন চলছে অনেক ক্রীড়াবিদ তাঁদের পুরস্কার ফিরিয়েও দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here