অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পরের বছর অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাসে খেলবেন আর তাই অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন ভারতকে বিশ্বকাপ জেতান নায়ক যুবরাজ সিং। প্রস্তুতির জন্য বেছে নিচ্ছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি আর তাই এই জন্য বেছে নেওয়া পঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে যুবরাজ। নেটে দলের সঙ্গে অনুশীলনেও দেখা গিয়েছে তাঁকে।
অনুশীলনে দেখা গেল এখনও বেশ ফর্মে রয়েছেন যুবি। তবে ফিটনেস নিয়ে সমস্যা আছে খানিকটা। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট-সহ সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ান যুবরাজ। খেলেননি আইপিএল ২০২০-তেও। ভারতীয় বোর্ডের থেকে অনুমতি নিয়ে বিদেশি টি২০ লিগে খেলার জন্য অনুমতি চান। ঘরোয়া ক্রিকেটে নামতে হলে দরকার ভারতীয় বোর্ডের অনুমতি।
আরও পড়ুনঃ চিন্তা বাড়ল অজি শিবিরে এবার চোটের জন্য প্রথম টেস্টে অনিশ্চিত স্মিথ
প্রাক্তন ক্রিকেটার প্রবীণ তাম্বে ২০১৮ সালে অবসর নেন। এ বারের নিলামে তাঁকে নিলেও খেলার অনুমতি পায়নি কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার ঘরোয়া ক্রিকেটে ফিরতে চাওয়া যুবরাজ সেই অনুমতি পান কি না!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584