খালিদ মুজতবা,স্পোর্টস ডেস্কঃ
২০১১ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার পেছনে বড় অবদান ছিল যুবরাজ সিং এর। যুবরাজ সিং ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা খেলোয়াড় হয়েছিলেন।গতকাল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৩৬ রানে জয় পাওয়ার পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করলেন ছয় বলে ছয় ছক্কা মারা যুবরাজ সিং।
The man who starred in India's 2007 World T20 and 2011 World Cup victories, @YUVSTRONG12 announces his retirement from International cricket.
What's your favourite #YuvrajSingh moment in international cricket? pic.twitter.com/7Bw5LnwOFG
— BCCI (@BCCI) June 10, 2019
আন্তর্জাতিক ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায় নিলেও বেসরকারি টি টোয়েন্টি লিগ গুলোতে খেলতে পারবেন তিনি।আয়ারল্যান্ড ও হল্যান্ডে আয়োজিত টি টোয়েন্টি স্লাম খেলার জন্য ডাক পেয়েছেন যুবরাজ।
6 sixes in an over ✅
World Cup winner ✅
A true champion ✅A true legend bids adieu to the game! 🇮🇳
PC: ESPNcricinfo #YuvrajSingh #Legend pic.twitter.com/GRVKyxt6o7
— KolkataKnightRiders (@KKRiders) June 10, 2019
একদিনের ক্রিকেটে ৮ হাজারেরও বেশি রান রয়েছে যুবির।তার মধ্যে রয়েছে ১৪ টি শতরান ও ৫২টি অর্ধশতরান।রানের পাশপাশি ক্যান্সার জয়ী এই বিশ্বখ্যাত ক্রিকেটার ২০১১ সালে পেয়েছেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার।
Players will come and go,but players like @YUVSTRONG12 are very rare to find. Gone through many difficult times but thrashed disease,thrashed bowlers & won hearts. Inspired so many people with his fight & will-power. Wish you the best in life,Yuvi #YuvrajSingh. Best wishes always pic.twitter.com/sUNAoTyNa8
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2019
অবসর গ্রহণের সময় তিনি বলেছেন, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বে খেলেছি।দাদা আমাকে দেশের হয়ে খেলার জন্য সুযোগ করে দিয়েছেন।অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে।ক্রিকেট আমাকে অনেক দিয়েছে।”
দুর্দান্ত এই অলরাউন্ডার বিরোধী দলের ত্রাস ছিল তাতে সন্দেহ নেই।আদ্যোপান্ত লড়াকু একজন খেলোয়াড় হিসেবে যুবিকে মনে রাখবে দেশ বিদেশের ক্রিকেট প্রেমীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584