নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আঠাশ বছর পর ভারতকে বহু কাঙ্খিত বিশ্বকাপ এনে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। ক্যান্সার নিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলে ছিলেন। তারপর বড় লড়াই ক্যান্সারকে হারিয়ে ক্রিকেটে ফিরেছেন। তবে যুবির এই ফিরে আসার পেছনে রয়েছেন সচিন তেন্ডুলকর।
এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, সবার মতো আমার কেরিয়ারেও অনেক উত্থান আর পতন দেখেছি। আমি বিপদে পড়লে সচিনের সঙ্গে কথা বলতাম। সচিন আমাকে বলেছিল, আমরা কেন ক্রিকেট খেলি? অবশ্যই আমরা সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই। তবে আমরা ক্রিকেট খেলি খেলাটাকে ভালোবাসি বলে।
আরও পড়ুনঃ বিসিসিআই আইপিএল আয়োজন করার দায়িত্ব দিল আমির শাহি বোর্ডকে
যদি তুমি খেলাটাকে ভালোবাসো, তবে তুমি ক্রিকেট খেলবে। যদি তুমি ভালোবাসো তবে খেলা চালিয়ে যাবে এবং নিজেই ঠিক করবে কখন খেলা ছাড়বে। সেটা তোমার হয়ে কেউ ঠিক করে দেবে না।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584