একটা বল মিস করার জন্য রাহুলকে ধন্যবাদ যুবির

0
75

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলের শুরুতে বড় স্কোরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। পাঞ্জাবের তোলা ২২৩ রান অনায়াসে তুলে নিল রাজস্থান রয়্যালস। আর তাঁদের এই কীর্তিতে বড় ভূমিকা স্টিভ স্মিথ ও সঞ্জু সামসনের পাশাপাশি রয়েছে রাহুল তেওটিয়ার।

RR vs KXIP | newsfront.co
কোলাজ চিত্র

প্রথমে ছন্দ না পেলেও ক্রিজে সেট হয়ে ছন্দ ফিরে পান তিনি। করেন ৩১ বলে ৫০ রান, ক্যারিবিয়ান তারকা পেস বোলার শেলডন কটরেলকে তার মারা এক ওভারে পাঁচটা ছয় ম্যাচে রাজস্থানকে ফিরিয়ে এনে দেয়।

একটা বল ডট হয়, সেই বলে ছয় হলে সেটা যুবরাজ সিংকে মনে করিয়ে দিতো সেই কারণে টুইট করে যুবরাজ প্রশংসা করলেন তাকে।

আরও পড়ুনঃ সঞ্জু, তেওয়াটিয়ার ব্যাটে পাঞ্জাবের বড় রান তুলে লড়াইয়ের জয় রাজস্থানের

যুবি লেখেন,’না ভাই না, একটা বল মিস করার জন্য ধন্যবাদ। কি সুন্দর ম্যাচ হল, রাজস্থান রয়্যালস ভক্তদের জয়ের জন্য শুভেচ্ছা। পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল ভালো ইনিংস খেললে, দারুন খেললে সঞ্জুও।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here