বেঙ্গল টপার ‘মিঠাই’

0
887

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Mithai Star Jalsha | newsfront.co

৯.৫ রেট নিয়ে চলতি সপ্তাহের বেঙ্গল টপার ‘মিঠাই’। তাতে খুশির জোয়ার সেটে। এক ময়রা পরিবারকে কেন্দ্রে রেখে গল্প আবর্তিত হয় এই ধারাবাহিকের। নায়িকা নিজেও একজন মিষ্টির কারিগর। নানান মজা, ষড়যন্ত্র, প্রেম– সবের মিশেলে জমে উঠেছে এই ধারাবাহিক।

Mithai | newsfront.co

শুরুর দিন থেকেই সকলের মনে দাগ কেটেছে মিঠাই থুড়ি সৌমিতৃষার অভিনয়। পাশাপাশি এই প্রথম বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন আদৃত রায়। আদৃত বড় পর্দা এবং ওয়েব সিরিজের বহুল পরিচিত মুখ। এমনকী তিনি সুগায়কও বটে। সৌমিতৃষা এর আগে ‘কনে বউ’ ধারাবাহিকে সকলের মন কেড়েছেন। আদৃত আর সৌমিতৃষার জুটি মনে ধরেছে দর্শকের।

আরও পড়ুনঃ দর্শকের নজর কাড়ছে রাজা-মাম্পির প্রেম

Mithai family | newsfront.co

আদৃত, সৌমিতৃষা ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, অদিতি চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, সৌরভ চ্যাটার্জি, উদয় প্রতাপ সিং, ঐন্দ্রিলা, দিয়া মুখার্জি, কৌশাম্বি চক্রবর্তী সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here