‘সোনার সংসার’ ডায়েরি

0
326

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অবশেষে সম্পন্ন জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২১’। বেশ কয়েকদিন ধরেই চলছিল অনলাইনে ভোটাভুটি পর্ব।

ZEE Serial | newsfront.co

অবশেষে অপেক্ষার অবসান। খুঁজে পাওয়া গেল সোনার পরিবার, সোনা মেয়ে, সোনা পুত্রবধূ, সোনা ছেলেদের। কিন্তু তাঁরা কারা?

Karna Radhika | newsfront.co

টেলিদর্শক এহেন প্রতিযোগিতার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকে যতদিন না অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করে চ্যানেল। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। লুকোচাপা বলে কিছুই আর নেই এই দুনিয়ায়। তাই কাদের হাতে এল পুরস্কার তা জানা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

ZEE Bangla | newsfront.co

Jamuna Dhaki | newsfront.co

শুধুই পুরস্কার বিতরণ নয়, নাচে গানে জমজমাট পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। প্রত্যেক ধারাবাহিকের সদস্যরাই কোনও না কোনও পারফরম্যান্সে চোখ ধাঁধিয়ে দেবেন দর্শককে৷ দিনরাত অক্লান্ত পরিশ্রমে চলেছিল মহড়া৷ তারও ভিডিও হয় ভাইরাল। সব মিলিয়ে সোনার সংসারের আয়োজন জমজমাট।

Bengali serial | newsfront.co

একঝলকে সেরার তালিকা

সেরা ধারাবাহিক-রানী রাসমণি
‘সেরা সংসার’-এর সম্মান পেল কৃষ্ণকলি
সেরা নায়ক– কর্ণ, নিখিল
সেরা নায়িকা– রানিমা, যমুনা
সেরা বৌমা– রাধিকা
প্রিয় শ্বশুর– কেদার রায় (যমুনা ঢাকি)
প্রিয় শাশুড়ি– অনুরাধা রায় (যমুনা ঢাকি)
প্রিয় বাবা– গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)
প্রিয় মা– লক্ষ্মী (ফিরকি)
প্রিয় বর– সঙ্গীত (যমুনা ঢাকি)
প্রিয় বৌ– রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)
প্রিয় বৌমা– যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)
প্রিয় নায়ক– কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)
সেরা নায়িকা– রানিমা, যমুনা (রাণী রাসমণি, যমুনা ঢাকি)
সেরা সহ অভিনেতা– গদাধর (রানী রাসমণি)
সেরা সহ অভিনেত্রী– বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)
প্রিয় ননদ– গীত (যমুনা ঢাকি)
প্রিয় দেওর– ভূপাল (রাণী রাসমণি)
প্রিয় খলনায়ক– অশোক (কৃষ্ণকলি)
প্রিয় খলনায়িকা– পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)
সেরা জামাই– মথুর (রাণী রাসমণি)
সেরা ছেলে– নিখিল (কৃষ্ণকলি)
সেরা মেয়ে– কৃষ্ণা (কৃষ্ণকলি)
সেরা জুটি– কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)
সেরা নতুন সদস্য– মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা

Rudra Pramita | newsfront.co

Rani Rashmoni | newsfront.co

জি ৫-এ সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক– ‘করুণাময়ী রানী রাসমণি’
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ– স্বস্তিকা দত্ত (রাধিকা, কী করে বলব তোমায়)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here