নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার রেশ এখনো রয়েছে দেশজুড়ে, তার মাঝে এবার জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে কেরলে। একথা নিশ্চিত করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
জিকা ভাইরাস মূলত মশার মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। এডিস মশা থেকে ছড়ায় এই ভাইরাস, এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। চিকুনগুনিয়া আর জিকা ভাইরাসের উপসর্গ প্রায় একই রকম।
জিকা ভাইরাসের ফলে মারাত্মক কোন শারীরিক ক্ষতি নাহলেও চিকুনগুনিয়ার মতোই কষ্টকর রোগটি। সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা যায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে। কেরলে ২৪ বছর বয়সী এক গর্ভবতীর দেহে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁর বাড়ি পারাস্সালা এলাকায়। তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি নাকচ কলকাতা হাইকোর্টে
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সন্তানের জন্মও দিয়েছেন তিনি। গত ২৮ জুন থেকে তাঁর জ্বর হয় সাথে মাথা যন্ত্রনা এবং গায়ে লাল লাল দাগ দেখা যায়। স্থানীয় চিকিৎসকের সন্দেহ হতেই রক্ত পরীক্ষা করানো হয় ও ধরা পড়ে জিকা ভাইরাসের উপস্থিতি। তাঁর রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তেও।
আরও পড়ুনঃ নয়া আইটি আইনে সংবাদ চ্যানেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে নাঃ কেরল হাইকোর্ট
জানা গিয়েছে ওই এলাকার আরো বেশ কয়েকজনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের এনআইভি-তে। স্বাস্থ্য দপ্তর সবরকম সতর্কতা অবলম্বন করেছে যাতে ভাইরাসটি ছড়িয়ে না পড়ে, সতর্ক করা হয়েছে সব জেলার স্বাস্থ্য আধিকারিকদেরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584