নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
একই দিনে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় জিনাদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। জিদানের রিয়াল ম্যাঞ্চেস্টার সিটির কাছে হারলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পেপ গুয়ার্দিওলার সিটি।
এতিহাদে প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচেও সিটির কাছে ২-১ গোলে হার রিয়ালের। এদিন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারনের ভুলেই দুটো গোল দিয়ে দেয় ম্যাঞ্চেস্টার সিটি । গোলগুলি করেন রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস।
আরও পড়ুনঃ পেস ত্রয়ীর লড়াইয়ে ম্যাঞ্চেস্টারে প্রত্যাবর্তন ব্রিটিশদের
রিয়ালের হয়ে একটি মাত্র গোল করেন করিম বেনজেমা। দুই পর্ব মিলিয়ে গোলের গড় সিটির পক্ষে ৪-২। ফলে তারা পরের রাউন্ডে প্রবেশ করলো। অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলেও শেষ রক্ষা হল না জুভেন্তাসের। লিয়রকে ২ -১ গোলে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তারা। দুটি গোলই রোনাল্ডোর।
একটি পেনাল্টি থেকে, অপরটি দূরপাল্লার শটে। লিয়র হয়ে গোল করেন ডিপে। প্রথম লেগে ঘরের মাঠে জুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছিল লিয় সেই সুবাদেই তারা কোয়ালিফাই করলো। ফলে শুক্রবারের এই রাত যে তারকা পতনের সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584