নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভাগলপুরের জোহা হায়দার, ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে আইসিএসই পরীক্ষায় সমগ্র বিহারে প্রথম স্থান অধিকার করলেন। ভাগলপুরের সেন্ট জোসেফ স্কুলের ছাত্রী জোহা, স্বাভাবিক ভাবেই এই ফলে গর্বিত জোহার স্কুল।
চমকে উঠতে হয় জোহার প্রাপ্ত নম্বর শুনলে। অঙ্ক, কম্পিউটার এপ্লিকেশন এবং ‘ইতিহাস, সিভিক্স ও ভূগোল’-এই সবকটি বিষয়ে জোহা ১০০ র মধ্যে ১০০ পেয়েছেন, ইংরাজি ও হিন্দি প্রতিটিতেই পেয়েছেন ৯৯, বিজ্ঞান বিষয়ে জোহার প্রাপ্ত নম্বর ৯৬।
ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চান জোহা হায়দার, এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। নারী-পুরুষের বৈষম্য ভরা সমাজে সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে জোহা বলেন, “পড়াশোনাটা পূর্ণ মনযোগ দিয়ে করতে হবে, নিজেকে ভবিষ্যতে যে জায়গায় দেখতে চায় লক্ষ্য স্থির রেখে সেদিকে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ, একদিন ঠিক ফল পাবেই।”
আরও পড়ুনঃ ৯৭.৬৯ শতাংশ নয়, উচ্চমাধ্যমিকে পাসের হার ১০০ শতাংশ, ঘোষণা সংসদের
সংবাদ মাধ্যমকে জোহা জানান, অবশ্যই ভীষন খুশির মুহূর্ত এটি, তবে সাফল্যের কৃতিত্ব জোহা দিতে চান তাঁর বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের যাঁরা সর্বদা তাঁর পাশে ছিলেন।
উল্লেখ্য, করোনা আবহে বাতিল হয়ে যায় এই বছরের আইসিএসই পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের নবম শ্রেণীর ফলের ওপর ভিত্তি করেই দশম শ্রেণীর নম্বর দেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, যাঁরা প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নন সেইসব ছাত্রছাত্রীরা আবার পরীক্ষায় বসতে পারবেন তবে আগামী ৪ অগাস্ট-এর মধ্যে তার জন্য নাম নথিভুক্ত করতে হবে তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584