সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
করোনা আবহাওয়াতে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটা গত তিরিশের দশকেও হার মানাবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের অর্থনীতি অবস্থা এতটাই খারাপ যে বেকার অসহায় ছেলে মেয়েদের ভবিষৎ আজ অনিশ্চিত। ঠিক এইভাবেই করোনা থাবা বসাল রুজি-রুটিতে, চাকরি খোয়ালেন জোমাটোর কয়েকশো কর্মী।
আর্থিক ক্ষতির মুখে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এই অনলাইন খাবার ডেলিভারির অ্যাপও এমনটাই জানা গেছে জোমাটোর সিইও দিপিন্দার গোয়েল কাছ থেকে। আর যাদের চাকরি বহাল থাকলো অন্তত ছ’মাসের জন্য কমে যাচ্ছে বাকিদের বেতন। প্রায় ১৫% কর্মীর ভবিষৎ অন্ধকারে ঠেলে দিলো।
আরও পড়ুনঃ কে দাতা, কে গ্রহীতা! ঋণ নিয়ে দুই মন্ত্রীর বিবৃতি ঘিরে প্রশ্ন চিদাম্বরমের
এদিন সিইও বলেন, “করোনার জেরে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি আমরা। তাছাড়া লকডাউন থাকায় সমস্ত কর্মীদের কাজ দিতে পারছি না। কঠিন পরিস্থিতিতে আমাদের কর্মীরা কাজ করছে। কিন্তু ১৩ শতাংশ কর্মীকে আর কাজে রাখা সম্ভব হবে না। তারা যাতে অন্য চাকরি খুঁজে নিতে পারে, তার জন্য আগামী কয়েকদিন আমরা ভিডিও কলে আলোচনা করব। তবে যাদের চাকরি যাচ্ছে, কোম্পানি তাদের আগামী ৬ মাস ৫০ শতাংশ বেতন দেবে।”
সূত্রের খবর অনুসারে যাদের ছাঁটাই করা হবে, তাঁদের দু’সপ্তাহের নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রাপ্য বেতনের ৫০% তাঁরা হাতে পাবেন, এমনটাই সূত্রের খবর। এই ভাবে যদি বেকারের সংখ্যা দিন দিন যদি বাড়ে তাহলে আগামী দিনে ভারতের অবস্থা আরো কঠিন দিকে এগোচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584