চিন-বিরোধীতায় সংস্থার টি-শার্ট পোড়ালেন জ্যোমাটো কর্মীরা

0
44

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পূর্ব লাদাখের গালিয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। তাঁদের এই আত্মবলিদানের পাশে দাঁড়াতে ও চিনা আগ্রাসনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ দেখালেন জ্যোমাটোর কর্মীরা। বেহালায় অবস্থিত এই সংস্থার একদল কর্মী নিজেদের টি-শার্ট ছিঁড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাঁদের দাবি, “জ্যোমাটোতে সদ্য চিনা বিনিয়োগ হয়েছে।

zomato | newsfront.co
প্রতীকী চিত্র

সেই প্রতিবাদে আমরা চাকরি থেকে ইস্তফাও দিয়েছি। আপনারাও সংস্থা থেকে খাবার নেওয়া বন্ধ করুন।” ২০১৮ সালে ২১০ মিলিয়ন মার্কিন ডলার এই সংস্থায় বিনিয়োগ করেছিল চিনের আলিবাবা গ্রুপ। কিনেছিল প্রায় ১৪.৭ শতাংশ শেয়ার। সম্প্রতি আরও ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এই সংস্থায়।

আরও পড়ুনঃ যোগ্য জবাব দেওয়া হয়েছে, মন কি বাত-এ আশ্বস্ত করলেন মোদী

জ্যোমাটো কর্মীদের দাবি, “আমাদের থেকে লাভ করে, আমাদের জওয়ানদের মারছে চিন। আমাদের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরকম চলতে পারে না। আমরা না খেয়ে মরব, কিন্তু চিনা বিনিয়োগ আছে এমন সংস্থায় কাজ করবো না।” সম্প্রতি লকডাউনের কারণে অর্থনৈতিক সঙ্কটে পড়েছিল জ্যোমাটো।

তাই আর্থিক মন্দার হাত থেকে বাঁচতে অধিকাংশ কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে জ্যোমাটো। তার মধ্যে এই প্রতিবাদে খানিকটা অস্বস্তিতে পড়েছেন সংস্থার কর্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here