নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতি সামাল দিতে এবার এলাকাভিত্তিক লকডাউন প্রক্রিয়া চালু হল। এবার থেকে নির্দিষ্ট এলাকা কিংবা কোনও শহর বা গ্রামে প্রয়োজন অনুযায়ী এক সপ্তাহ পর্যন্ত টানা লকডাউন করা যাবে।স্থানীয়ভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন জেলাশাসক, ডিজিপি ও কলকাতার ক্ষেত্রে পুলিশ কমিশনার।
এ বিষয়ে রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অ্যাডভাইজারি দিয়ে জানিয়ে দিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে আঞ্চলিকভাবে লকডাউন চললেও জেলার করোনা পরিস্থিতি বিচার করে লকডাউনের সময়সীমা জেলাশাসকরা বাড়াতে পারেন। পাঁচ থেকে সাতদিন পর্যন্ত টানা লকডাউন চলতে পারে। কোন জেলার করোনা পরিস্থিতি কেমন, তা জানতে জেলাগুলির উপর নজর রেখে নবান্নের পর্যবেক্ষণ, এলাকাভিত্তিক লকডাউন করলে সেখানে কমছে আক্রান্তের সংখ্যা।
কিছুটা হলেও লাগাম টানা যাচ্ছে করোনার দাপটে। তার প্রমাণ মিলেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। কড়া লকডাউনে এক ধাক্কায় আক্রান্তের হার ১০ থেকে কমে ৫ শতাংশে নেমে এসেছে। গত ১০ দিনে সংক্রমিতের সংখ্যা মাত্র ১৩। তাই আগামী ২৬ জুলাই পর্যন্ত এভাবেই লকডাউন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উদয়নারায়ণপুর ব্লক ও পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ কমছে ইলেক্ট্রিকের বিল, জুন মাসের টাকা দিলেই হবে, জানাল সিইএসসি
করোনা পরিস্থিতি জটিল হওয়ায় কলকাতা লাগোয়া দক্ষিণ দমদম ও দমদম পুর এলাকাতেও সোমবার থেকে কড়া লকডাউন হবে। সকাল ১১টার পর থেকে সমস্ত দোকানপাট-বাজার বন্ধ থাকবে। উত্তর দমদম পুর এলাকায় শনিবার থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে। এলাকার সংযোগকারী দুই মূল রাস্তা যশোর রোড ও দমদম রোড ছাড়া অন্য রাস্তায় ভারী যানবাহন চলবে না। এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের জন্য জারি থাকবে বলে জানিয়ছেন দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হরিন্দার সিং।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাইফেল ফ্যাক্টরির ৩২ জন কর্মী, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ
হুগলির আরামবাগে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সোমবার থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে আরামবাগ মহকুমা প্রশাসন। আসানসোল পুরনিগমের রানিগঞ্জের বেশ কিছু ওয়ার্ডে এদিন ফের লকডাউন করা হয়। বর্ধমানের বেশিরভাগ ওয়ার্ডই লকডাউনের আওতায়। কালনা পুর এলাকায় বিকেল পাঁচটা থেকে ভোর ছ’টা পর্যন্ত লকডাউন চলছে। শিলিগুড়ির অবস্থাও ভালো নয়। বেশিরভাগ ওয়ার্ডেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ফলে সেখানে নতুন করে আরও হটস্পটে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মালদহের হরিশচন্দ্রপুর, গাজোলেও নজর রাখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584