ভিডিও কনফারেন্সের জন্য ‘জুম’ নিরাপদ নয়, সতর্কতা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

0
259

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

গ্রাফিক্স চিত্র

করোনা অতিমারিতে বিশ্বব্যাপী ঘরবন্দী কোটি কোটি মানুষ। বন্ধ অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কল কারখানা প্রমূখ। এমনকি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গেও সশরীরে  দেখা করার উপায় নেই। আর এই পরিস্থিতিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অফিসের মিটিং, পড়াশোনা প্রমূখ বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘জুম ক্লাউড মিটিং’। আরও বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ থাকলেও এই লকডাউনে জুমের জনপ্রিয়তা বেড়েছে সবথেকে বেশি। তিন মাস আগেও যেখানে প্রতিদিন গড়ে ১ কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করত, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে দৈনিক ২০ কোটিতে। ওয়ার্ক ফ্রম হোম,কর্পোরেট মিটিং, রাজনৈতিক আলোচনা,পড়াশোনা,সংবাদমাধ্যমের প্যানেল ডিসকাশন-সব কিছুই এখন বহুল পরিমাণে ‘জুম’ নির্ভর।

তবে এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অভিযোগও উঠছিল প্রচুর। সম্প্রতি জনপ্রিয় সাইবার সুরক্ষা সংস্থা সাইবেলের তরফে দাবি করা হয় যে ‘জুম’-এর ৫ লক্ষেরও বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য যথা ইমেইল আইডি ও পাসওয়ার্ড, পার্সোনাল মিটিংয়ের ইউআরএল প্রমূখ ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে। এমনকি এমন অভিযোগও ওঠে যে ‘জুম’ কর্তৃপক্ষ টাকার বিনিময় তাদের গ্রাহকদের এই সমস্ত ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে তুলে দিচ্ছে। যার ফলে যেকোনো গ্রাহকের সঙ্গে ঘটতে পারে বড় ধরনের সাইবার ক্রাইম।

আরও পড়ুন:লকডাউনে ইন্টারনেট নির্ভরতা বিপদ ডেকে আনছে না তো!- সাবধান থাকতে পরামর্শ

আর সেই জল্পনাকেই মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানায় ভিডিও কনফারেন্সিং অ্যাপ হিসাবে ” জুম নিরাপদ প্ল্যাটফর্ম নয়, এমনকী ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও।”

কিন্তু সর্তকতা সত্ত্বেও যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য ‘জুম’ ব্যবহার করতে চান তাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।সেই নির্দেশ মেনে চললে অবৈধ এন্ট্রি (প্রবেশ), ভাইরাসের ভয়, ‘ডস’ আক্রমণ প্রমূখ রোখা যাবে বলে দাবি করা হয়েছে সেই নির্দেশিকায়।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক সিনিয়ার আধিকারিক দাবি করেন, যে অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। তিনি জানান ‘টিকটক’এর মত ‘জুম’-এরও অধিকাংশ সার্ভার চিনে অবস্থিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here