তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নবরূপে ফেসবুক ঘোষণা জুকারবার্গের

0
49

টেকডেস্ক,নিউজফ্রন্টঃ

বিগত পাঁচ বছরে এই প্রথমবার ফেসবুকে আসতে চলেছে আমূল পরিবর্তন।

Zuckerberg announced new features of Facebook
কম্পিউটারে ফেসবুকের নতুন লুক।ছবিঃ ফেসবুক

মূলত ফেসবুককে ঘিরে গ্রাহকের তথ্য লোপাটের অভিযোগ বিগত বেশ কয়েক বছর ধরে উঠে আসছে।সেই অভিযোগকে এবার গুরুত্ব দিয়ে ফেসবুক কর্তৃপক্ষের জনক তথা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা রেখেছেন গ্রাহকের তথ্য নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবেই ফেসবুকের পুনর্গঠন বা রিডিজাইন করা হচ্ছে।

Zuckerberg announced new features of Facebook
ম্যাসেনজারে একসাথে দেখাযাবে ভিডিও।ছবিঃ ফেসবুক

গত মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া দু’দিনব্যাপী ‘এফ৮ ডেভেলপার সম্মেলনে’ ফেসবুক প্রবক্তা মার্ক জুকেরবার্গ ফেসবুক অ্যাপের এই নতুন ডিজাইনের কথা সামনে আনেন।

এই নতুনভাবে গঠিত ফেসবুকে মূলত পাঁচটি প্রধান পরিবর্তন আসতে চলেছে তাই এই নতুন ফেসবুক অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘এফবি৫’।

আর এখানে সব থেকে উল্লেখযোগ্য এবং নজরকাড়া বিষয় হল ফেসবুক পেজের উপর দিকে থাকা নীল রংয়ের বারটিকে সরিয়ে ফেলা হয়েছে।পাশাপাশি নতুন ভাবে গঠিত ফেসবুকের ঠিক বাম পাশে বৃত্তাকারে ফেসবুক লোগোটিকে স্থান দেওয়া হয়েছে।

তবে নবগঠিত ফেসবুকের এই অ্যাপটিতে ফেসবুক গ্রুপের উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।পাশাপাশি নজর দেওয়া হয়েছে ফেসবুকে গ্রাহকের পছন্দমত পাবলিক পোস্ট ও প্রাইভেট পোস্টের উপরেও।আর এজন্য ফেসবুক গ্রাহকরা যাতে সহজেই ফেসবুক গ্রুপ গুলো খুঁজে পান তার জন্য নিউজফিডের একেবারে উপরেই গ্রুপ ফিচার দেওয়া থাকছে।

আরও পড়ুনঃ ছোট্ট শিশু আঁকড়ে ধরছে পুলিশ পিতার পা,ভাইরাল হওয়া ভিডিও জানান দিল সমাজের আবেগ

ফেসবুক কোম্পানির মেসেজিং অ্যাপ থাকছে নতুন ডিজাইনের সংযোজন। ফেসবুকের সাথে জড়িয়ে থাকা সব ওয়েবসাইটে এখন থেকে ছবি সহ স্টোরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here