নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক:
রাত থেকে টানা ঝড় বৃষ্টির তান্ডবে বিপর্যস্ত অবস্থা মুম্বাই শহরের। একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়িঘরও। চেম্বুর ও ভিকরোলি এলাকা মিলিয়ে এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে। আহতের সংখ্যা বহু। খোঁজ পাওয়া যাচ্ছেনা অনেকেরই। গোটা শহরজুড়েই জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
শনিবার রাত থেকে রবিবার ভোর অবধি টানা বৃষ্টি হয়েছে মুম্বই ও সংলগ্ন অঞ্চলে। জলমগ্ন গোটা এলাকা। আবহাওয়া দফতর জারি করেছে রেড অ্যালার্ট। চেম্বুরের ভরত নগর এলাকা থেকে ১৫ জন ও ভিকরোলির সূর্যনগর থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে ভাঙা বাড়ির নীচ থেকে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাটিতে ধস নামায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে সন্দেহ, চলছে উদ্ধারকার্য। ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও অবধি উদ্ধার হয়েছে ১১টি মৃতদেহ।
Maharashtra | 11 people killed after a wall collapse on some shanties in Chembur's Bharat Nagar area due to a landslide, says National Disaster Response Force (NDRF)
Rescue operation is underway. pic.twitter.com/W24NJFWThU
— ANI (@ANI) July 18, 2021
আরও পড়ুনঃ কম্পিউটারের প্রোগ্রামিং পাল্টে ৩৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১
চুনাভাট্টি, সিয়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর, কুর্লা এলবিএস রোডের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণ জলমগ্ন। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, গতকাল রাত আটটা থেকে রাত ২টো অবধি ১৫৬.৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। পূর্ব শহরতলিতে ১৪৩.১৪ মিলিমিটার ও পশ্চিম শহরতলিতে ১২৫.৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
১৮ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Saddened by the loss of lives due to wall collapses in Chembur and Vikhroli in Mumbai. In this hour of grief, my thoughts are with the bereaved families. Praying that those who are injured have a speedy recovery: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 18, 2021
একাধিক দুরপাল্লার ট্রেনও বাতিল বা সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
Trains short terminated, cancelled, rescheduled and trains short originating on 18.7.2021 due to heavy rains pic.twitter.com/F4iWyvFIir
— Central Railway (@Central_Railway) July 18, 2021
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584