পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূমের পাড়ুই থানার তালিবপুর গ্রামের কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে মৃত্যুর ঘটনায় সাত জন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের রবিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শনিবার রাতে তালিবপুর গ্রামের স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে অশান্তি বাঁধে দুই দল গ্রামবাসীর মধ্যে।
বোমা ও গুলি নিয়ে লড়াইয়ের সময় বোমার আঘাতে শেখ নাসির উদ্দিনের মৃত্যু হয় বলে অভিযোগ। ঐদিন সন্ধ্যাবেলায় স্থানীয় উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে করোনাভাইরাস মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের বৈঠক ছিল। গ্রামবাসীদের একাংশের আপত্তি ছিল ওই স্কুলের হোস্টেলে কোয়ারেন্টাইন সেন্টার করতে দেওয়ার ব্যাপারে। পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করার পর চলে যায়। তারপরে দ্বিধা-বিভক্ত গ্রামবাসীদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ কিছু দুষ্কৃতী বোমা ও বন্দুক নিয়ে তান্ডব শুরু করে। আর ওই সময় বোমার আঘাতে মৃত্যু হয় নাসির উদ্দিনের।
আরও পড়ুনঃ লকডাউনে বেপরোয়া বাইক বাহিনীদের সতর্ক পুলিশের
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ওই খুনের ঘটনার পাল্টা আক্রোশে একটি বাড়ি এবং একটি দোকানে আগুন লাগিয়েে দেয় উত্তেজিত গ্রামবাসী। ঘটনার পর বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” খুনের ঘটনায়়় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজত হয়েছে। গ্রামে পুলিশি টহল পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584