নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে যুদ্ধ করছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। দিনরাত এক করে রাজ্যের মানুষকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
যে সমস্ত ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক এ রাজ্যে আসছেন, তাদের থাকার জন্য যেমন ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন, তেমনই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় তৈরি হলো ১০০ টি শয্যাবিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার। এই কোয়ারেন্টাইন সেন্টারটি তৈরি হয়েছে পাঁশকুড়া বনমালী কলেজে।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেই চার হাত এক
জানা গিয়েছে,ভিন রাজ্য থেকে আগত প্রচুর পাঁশকুড়াবাসী বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। তারা যাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং তাদের চিকিৎসা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে হয়, সেই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584