সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
কৃষকদের কথা ভেবে খাল সংস্কারের কাজ শুরু করে দিল মগরাহাটের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এলাকায় খাল সংস্কারের দাবি জানিয়ে আসছিল। নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে মগরাহাট এলাকায় একাধিক জায়গায় চাষ বন্ধ হয়ে গিয়েছিল।
সাধারণ মানুষের পাশাপাশি এবার কৃষকদের কথা মাথায় রেখে খাল সংস্কারে উদ্যোগী হল মগরাহাট একনম্বর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত। ১০০ দিনের কাজের মধ্য দিয়ে শুরু হল সংস্করণের কাজ।
এর ফলে চারশো জন উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি আমপান বিধ্বস্ত এলাকাকে পরিচ্ছন্ন করতে গ্রামবাসীদের নিয়ে একশ দিনের কাজ শুরু করেছে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নির্দেশে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী হালদারের উদ্যোগে তৃণমূলের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের নেতা নাসির সর্দারের নেতৃত্বে একশ দিনের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। যদিও সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধান তাপসী হালদার। লকডাউনের মধ্যে পঞ্চায়েতের এই উদ্যোগে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584