ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
237

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

ফের ঘর ভাঙল বিজেপির। এবার কোচবিহারে। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০৫ জন কর্মী।মঙ্গলবার দুপুরে কোচবিহার উত্তর বিধানসভার পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের পুটিমারী এলাকার স্থানীয় বিজেপি নেতা শান্তি বিশ্বাসের নেতৃত্বে ২৭টি পরিবারের ১০৫ জন মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

TMC party | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন সাংসদ তথা কোচবিহার জেলা তৃনমূলের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায়। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পাতলাখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি নাসিরুদ্দিন মিয়া,সম্পাদক বেলাল কাজী,প্রধান গৌতম রায়,গোপাল দাস সহ অনান্যরা।

তৃণমূলে যোগদান করার পর ওই বিজেপি নেতা শান্তি বিশ্বাস অভিযোগ করেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিজেপি দলের সাথে যুক্ত। কিন্তু লোকসভা ভোটের পর জেলার রাজনীতিতে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। তার জেরে এলাকায় কে দাদাগিরি করবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ ও উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজ আমার নেতৃত্ব ২৭টি পরিবারের মোট ১০৫জন লোক আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।’

আরও পড়ুনঃ করোনা কাঁটায় রথ উৎসবে ভাটা

এদিন এবিষয়ে জেলার তৃণমূলের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ‘করোনা আবহের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে ও সারা রাজ্যে বিভিন্ন জনমুখী উন্নয়ন করেছেন, তা দেখে অনুপ্রাণিত হয়ে ১০৫জন মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।আজ আমরা তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে দলের কর্মী হিসেবে স্বীকৃতি দিলাম।

গত লোকসভার পর থেকে বিভিন্ন এলাকায় বিজেপি যেভাবে সন্ত্রাস কায়েম করেছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করছেন।’ এ বিষয়ে কোচবিহার জেলার বিজেপির সভানেত্রী মালতি রাভার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here