শতবর্ষ অতিক্রান্ত তরুবালা দেবীর জন্মদিন উদযাপন ঘিরে উদ্দীপনা

0
73

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

১০৫ বছর বয়সে ঘটা করে জন্মদিন পালিত হল তরুবালা সাহার। আর ১০৫ তম জন্মদিনে রীতিমতো শান্তিতে ভোটের জন্য ভগবানের কাছে আবেদন করলেন শতবর্ষ পার করে দেওয়া এই বৃদ্ধা।

birthday celebrate | newsfront.co
জন্মদিন উদযাপন ৷ নিজস্ব চিত্র

বুধবার আলিপুরদুয়ার শহরের নিউ টাউনে ভাইপোর বাড়িতে তরুবালা সাহার জন্মদিন উপলক্ষ্যে প্রায় চার পুরুষের শতাধিক আত্মীয়স্বজনেরা এক হয়েছিলেন । গাঁদা ফুলের মালা পরিয়ে জন্মদিন পালন করেন তরুবালা দেবীর আত্মীয়-স্বজনরা। ঘটা করে নিরামিষ কেক কাটেন তরু বালা দেবী।

old woman | newsfront.co
আনন্দঘন মূহুর্ত ৷ নিজস্ব চিত্র

নাতি-নাতনি আর নাতনির ঘরে পুতিকে কোলে নিয়ে তুমুল হই হট্টগোলের মধ্যে দিয়ে ১০৫ তম জন্মদিন পালন করেছেন তিনি।এদিন জন্মদিন পালনের পর বৃদ্ধা তরুবালা দেবী বলেন, “নয় বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। বিয়ের তিন বছরের মাথায় ১২ বছর বয়সে স্বামীর হাত ধরে বাংলাদেশ থেকে এ দেশে পাড়ি দিয়ে ছিলাম।

আরও পড়ুনঃ সিনিয়র উইমেন্স ক্রিকেট টিমে জলপাইগুড়ির রুকমনি

তখনও দেশ স্বাধীন হয়নি। নাই নাই করে একশ পাঁচ বছর সম্পূর্ণ করে একশ ছয় বছরে পদার্পন করলাম। দেখেছি অনেক কিছু। সবাই হইহুল্লোড় করে এদিন আমার জন্মদিন পালন করল। আমার খুব ভালো লাগছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here