আশঙ্কাজনক বৃদ্ধি! ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১০৮, মৃত ১১

0
201

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আচমকাই যেন রাজ্যে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। গত ৩-৪ দিনে প্রতিদিন গড়ে ১০০ জন করে আক্রান্তের হদিশ মিলছে রাজ্যে।

corona positive | newsfront.co

শনিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় মোট ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৭৮৬। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১ জন। ফলে রাজ্যে মোট করোনায় মৃত্যু দাঁড়াল ৯৯।

আরও ৭২ জন করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় মৃত্যুর হিসেব ধরলে এ রাজ্যে মোট মৃত্যু ১৭১ জনের। এখন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১২৩৪ জনের। ২৪ ঘন্টায় আরও ৪৯ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭২ জন। সুস্থ হওয়ার হার ২০. ৮৩ শতাংশ।

Bulletin | newsfront.co
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন
Bulletin | newsfront.co
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন

এ ছাড়া এ দিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, এখন সরকারি ৫৮২ কোয়ারেন্টাইন সেন্টারে ৫৪৭৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৪৯০ জন। রাজ্যে শনিবার পর্যন্ত ৩৯৩৬৮ জনের টেস্ট হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘন্টায় হয়েছে ৩৬০১ জনের টেস্ট।

bulletin | newsfront.co
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন

আরও জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৬৫ জনের কলকাতায় সংক্রমণ চিহ্নিত হওয়ায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৯১১ জন। হাওড়ায় ৮ জনের নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ায় আক্রান্ত ৩৭০ ছুঁয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় আরও ১১ জন নতুন সংক্রমণের খোঁজ পাওয়ায় আক্রান্তের সংখ্যা ২৪৩ জন। এছাড়া হুগলিতে ১৭ জনের এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের, ভিন রাজ্যের বাসিন্দাদের মধ্যে ১ জনের নতুন সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here