শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
দেশের প্রতিটি সড়কে দূর্ঘটনা নিত্য সঙ্গী। প্রতিটি দূর্ঘটনায় যন্ত্রণাদায়ক, হারিয়ে যায় বহু প্রিয় জন। কিন্তু দূর্ঘটনায় যদি এমন হয়, আপনজন কে শেষ যাত্রায় নিয়ে যাওয়ার পথে যদি হারিয়ে যায় আরও বহু তাজা প্রাণ, মুহূর্তের মধ্যেই যদি শোক বিহ্বল আপনজন গুলো লাশে পরিণত হয়, তাহলে সেটা কতটা পীড়াদায়ক তা কল্পনাতীত। এমনই এক ভয়াবহ সড়ক দূঘর্টনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগণার বাগদার পারমাদানের বাসিন্দারা। একসাথে হারিয়ে গেল প্রায় ১৮-১৯ টি প্রাণ। তার মধ্যে একই পরিবারের মারা গেছে দশজন, সাথে একটি শিশুও রয়েছে।
শনিবার মারা গিয়েছিলেন উত্তর ২৪ পরগণার বাগদার পারমাদানের মুহুরি পরিবারের একজন বয়স্ক সদস্য। তাঁর নাম শিবানী মুহুরি, বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর শবদেহ নিয়ে শেষ কৃত্যের জন্য গত রাত্রির সাড়ে ১০ টা নাগাদ পরিবারের সদস্য সহ আরও প্রতিবেশীর সদস্য মিলে প্রায় ৪০ জন নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাত্রি নাগাদ শববাহী গাড়িটি নদীয়া জেলার হাঁসুয়াখালির কাজে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর ভর্তি ডাম্পারে ধাক্কা মারে।
দূঘর্টনাটি এতটা ভয়াবহ ছিল যে, দূঘর্টনার সাথে সাথে স্পটে ১৪-১৫ জন মারা যান এবং হাসপাতালে গিয়ে মারা যান আরও ৪-৫ জন মতো। এছাড়াও আহত হয় অনেকে। তাঁর মধ্যে সবথেকে দূর্ভাগ্যজনক ব্যাপার হল একজন শিশু সহ মুহুরি পরিবারের দশজন মারা যান। শবযাত্রী দের মধ্যে অন্য গাড়ীতে থাকা পিন্টু হালদার নামে একজন যাত্রীর কাছে অ্যাক্সিডেন্ট এর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, “আমরা দেহ নিয়ে নবদ্বীপ শ্মশানের দিকে যাত্রা করেছিলাম। কিন্তু চিত্রশালী এলাকায় গাড়ীটি দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরী টাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মারা যায় ১৪-১৫ জন এবং হাসপাতালে আরও ৪-৫ জন মারা যান। ”
আরও পড়ুনঃ কান্দির গাঁতলায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু মা ও দুই শিশু কন্যার
মৃতদের মধ্যে আছে প্রয়াত শিবানী মুহুরির মেজ ছেলে বৃন্দাবন মুহুরি (৬০), তাঁর দুই মেয়ে, ভাইয়ের স্ত্রী জয়ন্ত মুহুরি(৫০), পূত্রবধূ অনিতা মুহুরি (২২), মেয়ে মুনমুন মুহুরি (২১), নাতি খুশি মুহুরি (৪) সহ আরও কয়েক জন আত্মীয়। এছাড়াও প্রতিবেশী বিজয় মন্ডল (৬৫), হাজারি বিশ্বাস (৮৫), সুকুমার বিশ্বাস (৫২) ও গোপাল সরকার সহ অনেকে মারা গেছেন।
আরও পড়ুনঃ দেশদ্রোহিতা আইনের মামলায় শারজিল ইমামের জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট
পারমাদানের বিত্তশালী, অভিজাত পরিবার হিসেবে সবার কাছে পরিচিত মুহুরি পরিবার। মূলত এদের প্রধান জীবিকা চাষবাস। তবে এই পরিবারের বেশ কয়েকজন সদস্য কর্মসূত্রে বিদেশে থাকেন। এমন এক ভয়াবহ দূঘর্টনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। বিভিন্ন জায়গা থেকে সমবেদনা জানাতে দলে দলে হাজির হয়েছে মানুষ জন মুহুরি বাড়ির আঙিনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584