স্পেন থেকে পরিবহণ বিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা, মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র

0
65

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

আফগানিস্তান দখল করেছে তালিবান। এদিকে ভারতে জম্মু ও কাশ্মীরে ‘ছায়াযুদ্ধ’ আরও তীব্র করে তুলেছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে স্পেন থেকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কিনে বায়ুসেনাকে আরও মজবুত করতে চাইছে ভারতীয় বায়ুসেনা। তাই বিমান কেনার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।

aircraft
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যায়, বায়ুসেনার জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ করে স্পেনের সিএএসএ সংস্থার তৈরি ৫৬টি সি-২৯৫ নামের সামরিক পরিবহণ বিমান কেনা হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, স্পেনের এই বিমান নির্মাতা সংস্থার থেকে ৪৮ মাসের মধ্যে ১৬টি বিমান উড়িয়ে আনা হবে। আর ৪০টি বিমান তৈরি করা হবে ভারতেই। পরবর্তী পর্যায়ে টাটা কনসোর্টিয়ামের সহযোগিতায় দেশে ১০ বছরের মধ্যে সি-২৯৫-এর উৎপাদন তৈরি করা হবে।

সূত্রের খবর, চিন ও পাকিস্তান সীমান্তে প্রতিপক্ষের গতিবিধির তথ্য পেতে দেশেই ওই ৫৬টি বিমানের মধ্যে ৬টি উপকূলরক্ষী বাহিনীকে নজরদারি বিমান ব্যবহারের জন্য দেওয়া হবে। বাকিগুলি স্থলসেনা ও বায়ুসেনার কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দিতে পারবেন মহিলারাও, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

উল্লেখ্য, ইউপিএ সরকারের জামানায় আমেরিকা থেকে ভারী সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার এবং সি-১৩০জে সুপার হারকিউলিস কেনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। এবার বিশ্বের অন্যতম সেরা মাঝারি সামরিক পরিবহণ বিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here