নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
একজনের রিপোর্ট নেগেটিভ আসে তো একসঙ্গে পজিটিভ ধরা পড়ে অনেকের। এমনই অবস্থা হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের। এক নার্স করোনা নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছিল মালদহ মেডিকেলে।

কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। এবার ইংলিশবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার এক বাসিন্দার করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই ব্যক্তি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী বলে জানা গিয়েছে। একই সঙ্গে জেলায় ১০ জনের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ কোচবিহারে করোনা মুক্ত ৬৩ জন, নতুন করে আক্রান্ত ১৩
আক্রান্তদের মধ্যে চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুরে দুজন, চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে দুজন ও ক্ষেমপুরে একজন, হবিবপুর ব্লকের ঋষিপুরে পাঁচজন রয়েছেন।
আক্রান্ত ১১ জনের মধ্যে চারজন মহিলা ও সাতজন পুরুষ রয়েছেন। সবমিলিয়ে মালদহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬১। জেলায় ক্রমেই গোষ্ঠী সংক্রমণ মাথাচাড়া দিতে থাকায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584