নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরো ১১ জন। যার মধ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন ৯ জন। ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
গত ৩১ শে মে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় করোনা আক্রান্ত হয়েছিল ৫ জন। ১ জুন সোমবার রাতে ঘাটাল মহকুমায় আরো ১১ জন করোনাতে আক্রান্ত হন। যার ফলে ঘাটাল মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ থেকে বেড়ে হয় ১৩ জন।
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার করোনা মানচিত্রে জায়গা করে নিল শালবনী থানার ভুলা গ্রাম। ওই গ্রামের এক যুবক ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসার পর অসুস্থ হয় ।
তাকে মেদিনীপুর করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তার লালা রসের নমুনা পরীক্ষা করা হয়।রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। যার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায় এক জনের ও সবং এলাকায় এক জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
সোমবার রাতে করোনা পজেটিভ ধরা পড়ায় প্রত্যেককেই ভর্তি করা হয়েছে পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে।পরিযায়ী শ্রমিকদের যেভাবে করোনা পজেটিভ ধরা পড়ছে তাতে জেলা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
যাদের করোনা পজেটিভ ধরা পড়ছে তাদের বেশিরভাগ পরিযায়ী শ্রমিক। সোমবার রাতে যে ১১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে তাদের মধ্যে নয়জনই পরিযায়ী শ্রমিক বলে স্থানীয় সূত্রে জানা যায় ।তাই ওই এলাকাগুলিতে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই এলাকা গুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষদের চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে।
ওই এলাকা গুলি সিল করে দেওয়া হয়েছে।চন্দ্রকোনা রোডে এক যুবকের মৃত্যুর পর তার লালা রসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্টে ওই যুবকের করোনা পজেটিভ আসে। তাই চন্দ্রকোনা স্টেশন পাড়া এলাকায় ওই মৃত যুবকের বাড়ি যেখানে সেই এলাকা সিল করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584