দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা গ্রেফতার, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

0
141

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রবিবার ভোরে তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্ব সহ ১১ জনকে গ্রেপ্তার করে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে তৃণমূল ছাত্র যুব নেতৃত্বের ওপর হামলার ঘটনা থেকে। জানা গিয়েছে তাঁদের মহামারী আইনে গ্রেপ্তার করা হয়েছে ও আজ রবিবার সকাল ১১ টায় আদালতে পেশ করা হবে তাঁদের।

Debangshu Bhattacharjee
ছবি: ফেসবুক

তৃণমূল কংগ্রেসের যুব নেতারা শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন, অভিযোগ বিজেপি কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় মাথা ফেটে যায় তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহার, আহত হন জয়া দত্ত। সঙ্গে ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।

দলীয় কর্মসূচিতে যোগ দিতে ত্রিপুরা গিয়েছিলেন তৃণমূলের ছাত্র ও যুব নেতারা। শনিবার আমবাসায় যাওয়ায় পথে আক্রান্ত হন তাঁরা। এছাড়াও অভিযোগ ধর্মনগরে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা। ইতিমধ্যেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব।

কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরা রওনা দেওয়ার পথে কুণাল ঘোষ বলেন, ”সারারাত জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কর্মীরা সেখানে ছিল। আমাদের পার্টিঅফিস ভাঙা হয়েছে। বিজেপি হুমকি দিয়েছে যাতে কোনওরকম সহযোগিতা না করা হয়।” দোলা সেনের বক্তব্য, ”সংবিধান শেষ করা বলবে।” ব্রাত্য বসু বলেন, ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধী কণ্ঠ বলে কিছু নেই।”

আরও পড়ুনঃ ‘বিদ্যুৎ আইন সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করবেন না সংসদে’, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

ডেরেক ও’ব্রায়েন একটি টুইটে করে এই আক্রমনের তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা পৌঁছবেন কর্মীদের পাশে দাঁড়াতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here