নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে কালবৈশাখীর বজ্রপাতে ১২ টি গোরু মারা গিয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন দুই ব্যক্তিও। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে জেলার প্রত্যন্ত গ্রাম ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত বিকালে কালবৈশাখী ঝড় ওঠে । সেই সময় দক্ষিণ চণ্ডীপুরের মান্নুটোলা এলাকায় একটি মাঠে কয়েকটি গোরু চরছিল।
আরও পড়ুনঃ নতুন করে আক্রান্ত পার্কস্ট্রিট থানার অফিসার, প্রসূতি, ইতিহাসের অধ্যাপক-সহ ব্যাঙ্ক কর্তা
বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় গোরুগুলির। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে গবাদি পশুর ওপর নির্ভর করে জীবনযাপন করছেন গ্রামীণ এলাকার বহু মানুষ।
ভূতনি জেলা পরিষদ সদস্য রানি মণ্ডল জানিয়েছেন, বিকালে বজ্রপাতে ১২ টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই ব্যক্তিও। আহতরা বর্তমানে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । জেলাপরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584