শ্যামল রায়, কালনাঃ
কালনা শহরে বারুইপাড়ায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় দুই ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দোষীদের যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু সাজা ঘোষণা করলেন কালনা মহকুমা আদালতের দায়রা বিচারক তপন কুমার মন্ডল।
আদালত সূত্রে জানা গিয়েছে যে, মৃত দুই ব্যক্তির নাম হলো অসীম বিশ্বাস ও মানিক দাস। উভয়ের বাড়ি শান্তিপুর গ্রামে। আদালত সূত্রে জানা গিয়েছে যে, গত কুড়ি জানুয়ারি ২০১৭ সালে কালনার বারুইপাড়ায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শুরু হয়ে যায়। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়। মারাত্মকভাবে কয়েকজন জখম হয়।
যারা দোষী সাব্যস্ত হলেন তাদের নাম হল তন্ময় ব্যানার্জি, গণেশ দাস, তাপস রায়, নাজির শেখ, বাবু সরকার, প্রীতম সরকার মিনতি হালদার, সাগর বাছাড়, সমরেশ হালদার, সুমন মন্ডল, কুন্তল দেবনাথ ও রাজু পাত্র। সকলের বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়।
দোষী সাব্যস্ত করা হয় ১১নভেম্বর কালনা আদালতে। কালনা আদালত সূত্রে আরও জানা গিয়েছে যে গত ১৫ সেপ্টেম্বর ২০১৭ সালে মামলা শুরু হয়। এই কাণ্ডে যুক্ত ২৬ জনের নামে অভিযোগ দায়ের হয় কালনা থানায়। এই মামলায় ৫৭ জন সাক্ষী ছিলেন। একজন চিকিৎসক এবং তদন্তকারী অফিসার ছিলেন। ১০ জন গোপন জবানবন্দি দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জখম হয়েছিলেন মানিক সরকার, ব্যঞ্জন বিশ্বাস ও মধুমঙ্গল দফাদার। এইরকম ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন বিচারক। মারা গিয়েছেন নারায়ণ দাস ও অনিল বিশ্বাস।
ছয়জন ফেরার, কুড়ি জনের মধ্যে ৭ জন বেকসুর খালাস পেয়ে যায়। একজন নাবালক হবার কারণে জুভেনাইল আদালতে বিচার চলছে তার নাম কার্তিক মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584