নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউন কিছুটা শিথিল হলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এবার এই সংক্রমণ কিছুটা কমাতে বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় বারোটি জায়গায় নতুন করে লকডাউন শুরু হচ্ছে।
জানা গিয়েছে লকডাউন চলবে আগামী সাত দিন ধরে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ এই এলাকাগুলোকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছেন।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে ঘোষিত হল ৪৭ টি কনটেনমেন্ট জোন
তমলুক, হলদিয়া ও পাঁশকুড়া পুরসভার বেশকিছু এলাকায় লকডাউন চালু হচ্ছে। এছাড়াও শহীদ মাতঙ্গিনী ব্লক, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর-১, কোলাঘাট, পটাশপুর-১, তমলুক, দেশপ্রাণ এবং সুতাহাটা ব্লকের বেশ কিছু জায়গায় চালু হচ্ছে লকডাউন। এদিকে জেলায় নতুন করে পাঁচজন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার মোট আক্রান্তের সংখ্যা ৪৫৮ জন। সুস্থ হয়েছে ৩০৯ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। বাকিরা এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় করোনা হানা, আক্রান্ত ওসি সহ ৫ জন পুলিশকর্মী
পূর্ব মেদিনীপুর জেলায় যেন নতুন করে আর আক্রান্তের সংখ্যা না বৃদ্ধি পায় সেই কারণেই বিভিন্ন জায়গায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। তমলুক পুরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন এলাকায়। বারেবারে অনুরোধ করা হচ্ছে বাড়ির বাইরে না বেড়ানোর জন্য।
অতি প্রয়োজনে বাইরে বেড়হলে মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সমস্ত দোকানপাট অফিস-আদালত বন্ধ থাকবে বলে জানিয়েছেন তমলুক পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর রবীন্দ্রনাথ সেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584