নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ডালখোলা থানার ১২জন পুলিশকর্মীকে শুক্রবার পাঠানো হলো ইসলামপুরের পাঞ্জিপাড়ার সরকারী কোয়ারান্টাইন সেন্টারে।
জানা গিয়েছে ডালখোলার পূর্ণিয়া মোড়ে নাকাচেকিং চলাকালীন এই পুলিশকর্মীরা আলিপুরদুয়ারের অ্যাম্বুলেন্সটিকে আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। ওই গাড়ির চারজন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ মালদহে মে দিবসে করোনা প্রতিরোধের সামগ্রী প্রদান ফরওয়ার্ড ব্লকের
তাই সতর্কতামূলক ব্যাবস্থা হিসাবে এই পুলিশ কর্মীদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭শে এপ্রিল একটি অ্যাম্বুলেন্স দিল্লী থেকে এক রোগীকে আলিপুরদুয়ারে নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার কোভিড টেস্টের পর তাদের চারজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এরপরই নড়েচড়ে বসে পুলিশ। জানা যায় ডালখোলার পুর্নিয়ামোড় এলাকায় পুলিশের নাকাচেকিং -এর সময় ওই অ্যাম্বুলেন্সের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন পুলিশ কর্মীরা। ওই দিন যে পুলিশকর্মীরা পুর্নিয়ামোড়ে নাকাচেকিং ডিউটিতে নিযুক্ত ছিলেন, তাদের সবাইকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584