নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ থেকে বাড়ল স্পেশাল মেট্রোর সংখ্যা। আপ ডাউন মিলিয়ে আপাতত ১২ টি স্পেশাল মেট্রো চলবে। মেট্রোকর্মী ছাড়া শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে অর্থাৎ হাসপাতাল, ব্যাঙ্ক বা সংবাদকর্মী উঠতে পারবেন মেট্রোতে, জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও এখনই পুরোদমে চালু করা হচ্ছে না মেট্রো। তবে বিধিনিষেধ মেনেই আজ থেকে মোট ৬ জোড়া অর্থাৎ ১২ টি স্পেশাল মেট্রো রেল চালু করা হল। বুধবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ৬ দিন দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে এবং বিকাল ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে আরও দু’জোড়া করে ট্রেন। তবে এই স্পেশাল মেট্রোতে উঠতে পারবেন কেবল জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা।
আরও পড়ুনঃ শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননিঃ দিলীপ ঘোষ
প্রসঙ্গত, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাজ্যজুড়ে ১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কার্যত লকডাউনের সময়সীমা। তবে বিভিন্ন ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় দিয়েছে রাজ্য সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, জরুরী পরিষেবায় রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত যান চলাচলে অনুমতি। ৫০ শতাংশ আসন নিয়ে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা যাবে হোটেল বা রেস্তোরাঁ।
৫০ জন কলাকুশলী নিয়ে শুটিংয়ে অনুমতি, তবে নেওয়া থাকতে হবে ভ্যাকসিনের দুটি ডোজই। দর্শকহীন স্টেডিয়ামে খেলা শুরু করা যেতে পারে। সকাল ৭ টা থেকে ১১টা খোলা যাবে বাজার-হাট, মুদির দোকান। অন্যান্য দোকান খোলা যাবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে কড়া চিঠি রাজ্যপালের
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে বেসরকারি অফিস। ৩০ শতাংশ গ্রাহকের উপস্থিতিতে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা যাবে শপিং মল। ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। টিকার দুটি ডোজ সম্পন্নতে পার্কে মর্নিং ওয়াকে অনুমতি। তবে আগের মতই জিম, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584