শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন ভেঙে হুগলির ভদ্রেশ্বরের দাঙ্গাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বুধবারই নবান্নে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে জানাল, বৃহস্পতিবার দফায় দফায় ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে ধরলে তা ২০০-র বেশি বলে দাবি পুলিশ আধিকারিকদের।
বৃহস্পতিবার দুপুরে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে পর পর দুটি ট্যুইট করা হয়েছে। একটিতে গ্রেফতারির সংখ্যা জানানো হয়েছে। অন্য ট্যুইটটিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক অভিসন্ধি পূরণের জন্য লকডাউনেও মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Strong actions have been taken against miscreants in Telinipara, Hooghly. 129 persons have so far been arrested and and more will be arrested. Senior officers along with large number of forces are patrolling the area round the clock.
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) May 14, 2020
একই সঙ্গে এটাও জানানো হয়েছে, রাজ্য সরকার তথা প্রশাসন শান্তি ফেরাতে এবং বজায় রাখতে দায়বদ্ধ। সেই কাজ যথাযথভাবেই পালিত হবে। শান্তি ফেরানোর লক্ষ্যেই তেলেনিপাড়া এলাকায় যেমন ধরপাকড় বজায় থাকবে, তেমনই চলবে পুলিশের টহলদারিও। দাঙ্গার সাথে যুক্ত একজনও ছাড় পাবেন না।
আরও পড়ুনঃ আর্থিক প্যাকেজের নামে কেন্দ্রের ভাঁওতাবাজি, বরাদ্দ মাত্র ৪.২ লক্ষ! সরব মমতা
২৪ ঘন্টা সেখানে পুলিশবাহিনী টহল দেবে, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর থেকেই হুগলির শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকার ১১টি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনও উস্কানিমূলক ফেক ভিডিও বা ছবি ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584