মদ্যপান করেই অন্ধকার নামল চোখে, বিষমদ খেয়ে মৃত ১২, গ্রেফতার ১৬

0
43

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মদই কাল হয়ে নেমে এল চম্পারণে। কমপক্ষে ১২ জনের জীবন কেড়ে নিল মদ। দৃষ্টিশক্তিও হারিয়েছেন অনেকে। বিহারের পশ্চিম চম্পারণের দেউরা গ্রামের ঘটনা। বিষমদ খেয়ে প্রাণ হারালেন ১২ জন। ঘটনায় ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Bihar Police
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

এদিন পশ্চিম চম্পারণের দেউরা গ্রামে মদের যে ভাটিখানাটি রয়েছে সেখান থেকে মদ্যপান করার পরই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। একাধিক গ্রামবাসীর দাবি, রবিবার ওই ভাটিখানা থেকে মদ খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে থাকেন তারা। এর কিছুক্ষণের মধ্যেই তাঁদের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের দুই চোখে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বহু গ্রামবাসী।

আরও পড়ুনঃ কম্পিউটারের প্রোগ্রামিং পাল্টে ৩৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

ঘটনা প্রসঙ্গে, তম্পারণ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর লালন মোহন প্রসাদ জানান, বিষমদ কাণ্ডে এখনও অবধি মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১২টি পরিবারের তরফে দাবি করা হয়েছে যে, রবিবার ওই মদ খেয়েই বাড়ির সদস্যের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ পেগাস্যাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোন হ্যাক ও নজরদারি! সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে জল্পনা

এদিকে, তেলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ জাভেদ জানান, স্থানীয় পুলিশদের সহায়তাতেই রামনগর ও লৌরিয়া পুলিশ স্টেশনের অধীনে একাধিক জায়গায় এই বেআইনি মদ তৈরি ও বিক্রির কারবার চলছে। কিন্তু সবকিছু জেনেও মুখ বন্ধ করে থাকে পুলিশ। কারণ এই মদের কারবারী থেকেই মোটা অঙ্কের টাকা ঢোকে তাঁদের পকেটে। স্থানীয় বাসিন্দারা বহুবার এই বেআইনি মদের ভাটিখানা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনও লাভ হয়নি। এখন বিষমদ খেয়ে মৃত্যু হল ১৬ জনের। দৃষ্টিশক্তিও হারিয়ে ফেললেন অনেকে। এই ঘটনার পর যদি প্রশাসন তৎপর হয় তাহলে গ্রামবাসীদের অনেক উপকার হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here