দ্বিগুণ আসন জিতে রাজ্যসভায় সুবিধাজনক জায়গায় গেরুয়াশিবির

0
106

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

রাজ্যসভা নির্বাচনে আরও শক্তিশালী হল বিজেপি। গুজরাটের রাজ্যসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে গেল গেরুয়া শিবির। অপ্রত্যাশিতভাবে গুজরাটে দুই আসনের জায়গায় তিন আসনে জয়ী হল বিজেপি। সেখানেও কংগ্রেসের শরিক ভাঙিয়ে তাঁরা তৃতীয় প্রার্থীকে জিতিয়েছে বলে মনে করা হচ্ছে। গুজরাতে কংগ্রেসের একমাত্র জয়ী প্রার্থী শক্তিসিন গোহিল।

RajjyaSabha election | newsfront.co
ফাইল চিত্র

নিয়মভঙ্গের অভিযোগে কংগ্রেস আজ বিজেপির দুই বিধায়কের ভোট বাতিলের দাবি তোলায় প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হয় গণনা। বিজেপির তিনজন ও কংগ্রেসের দু’জন প্রার্থী ছিলেন। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিধায়ক ১৭২ জন। প্রত্যেক প্রার্থীর জিততে প্রয়োজন ছিল ৩৫টি ভোট। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৩, কংগ্রেসের ৬৫। কংগ্রেসের এক বিধায়ক করোনা আক্রান্ত হওয়ায় পিপিই কিট পড়ে ভোট দিতে আসেন।

আটটি রাজ্যের ১৯টি আসনে আজ ভোট হয়। মধ্যপ্রদেশের তিনটি আসনের দু’টিতে জিতেছেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিংহ সোলাঙ্কি। কংগ্রেসের জয়ী প্রার্থী দিগ্বিজয় সিংহ। তবে রাজস্থানে বিজেপিকে ব্যাকফুটে ফেলে দুটি আসনে জেতে কংগ্রেস।

আরও পড়ুনঃ টানা ১৪ দিন ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

ঝাড়খণ্ডে একটি আসনে যেতে জেএমএম, আরেক আসনে যেতে বিজেপি। সব মিলিয়ে ১৯ আসনের নির্বাচনে বিজেপি জেতে ৮টি আসন, কংগ্রেস জেতে ৪টি আসন। বিজেপির জোটসঙ্গীরা জিতেছে ২ আসন এবং কংগ্রেসের জোট সঙ্গী জিতেছে ১ টি আসন। ফলে এই নির্বাচনে এনডিএ ১০ এবং ইউপিএ ৫ আসনে জিতল।

আরও পড়ুনঃ অনলাইনে পেনশনের নথি জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষকরা

বিজেপি আটটি আসনে জেতায় রাজ্য সভায় তাঁদের সাংসদ সংখ্যা হল ৮৫। অপরদিকে এনডিএ জোটের আসন বেড়ে হল ১১০। অন্যদিকে কংগ্রেসের হাতে রইল ৪০ আসন এবং ইউপিএ জোটের দখলে ৬১ আসন। বাকিদের দখলে ৬৫। দুটি আসনের ফলাফল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। একটি আসন এখনও ফাঁকা। সেই সাথে আছে ৪ জন মনোনীত সদস্য। ফলে ২৪৫ আসনের রাজ্যসভায় এখন বিল পাশের ক্ষেত্রে অনেক সুবিধাজনক জায়গায় বিজেপি তথা এনডিএ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here