বাবার মৃত্যুর আসল প্রমাণপত্র না পেয়ে বিডিওর দ্বারস্থ ২ মেয়ে

0
36

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পঞ্চায়েত অফিসে ধর্না দিয়েও বাবার মৃত্যুর আসল প্রমাণপত্র (ডেথ সার্টিফিকেট) জোগাড় করতে পারলেন না। শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হলেন বুই বোন। তাঁরা ইটাহারের বিডিওর কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।

locality | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত ব্যক্তির দুই মেয়ে জবা বালা সরকার ও কমলা সরকার অভিযোগে জানিয়েছেন, ‘তাদের বাবা ব্রজমোহন সরকারের গত ২৯ এপ্রিল মৃত্যু হয়েছে। তাঁরা ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের ধামধোল গ্রামের বাসিন্দা। বাবা ছিলেন পেশায় রেশন ডিলার। ৬ বছর আগে তার একমাত্র ছেলে মারা যাওয়ার পর বর্তমানে তার ছয় মেয়ে রয়েছেন। সবাই বিবাহিত হলেও জবা বালা সরকার ও কমলা সরকার বাবার বাড়িতে থাকতেন। তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস পরিচালিত পতিরাজপুর পঞ্চায়েত দফতরে বাবার মৃত্যুর সার্টিফিকেটের জন্য লিখিত আবেদন করেন।

আরও পড়ুনঃ অবৈধ বালি পাচার রুখতে এবার জেসিবি আটক পুলিশের

কিন্তু পঞ্চায়েত থেকে ব্রজমোহনবাবুর আসল মৃত্যু প্রমানপত্র দেওয়া হচ্ছে না। একটি জেরক্স প্রমাণপত্র ধরিয়ে বলা হয়েছে, আসল প্রমানপত্র দেওয়া সম্ভব নয়।’ জেরক্স প্রমাণপত্র কোন কাজেই লাগবে না তাই এবার দু’বোন আসল মৃত্যু প্রমানপত্রের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন। বিডিও বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here