নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে সাত স্বাস্থ্যকর্মী সহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার গভীররাতে মালদহ মেডিক্যাল কলেজ থেকে এই রিপোর্ট পাওয়া গিয়েছে। আক্রান্তদের ইতিমধ্যেই রায়গঞ্জের কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সাত জন স্বাস্থ্যকর্মী ছাড়া বাকী ৫ জন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত সাত স্বাস্থ্যকর্মীই মহিলা। তাঁরা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা। কালিয়াগঞ্জ ব্লকের ওই সাত স্বাস্থ্যকর্মী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি ও সদ্যোজাতদের চিকিৎসা ও টিকা দেওয়ার কাজ করেন। এই সময়ে তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বাইরে থেকে আসা ব্যক্তিদের জ্বর মাপা ও স্বাস্থ্য পরীক্ষার কাজ করেছেন।
আরও পড়ুনঃ জল জমে থাকা এলাকা পরিদর্শন করলেন বিধায়ক
গত ২০ জুন এই স্বাস্থ্যকর্মীদের লালারসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। এই সাত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন। তাদের বাড়ির আশেপাশের এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584