নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার করোনা থাবা বসাল ইসলামপুর শহরে। ইসলামপুরে আরও ১৩ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। শুক্রবার পাওয়া রিপোর্টে আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। সকলেই ইসলামপুর শহর এবং শহর লাগোয়া এলাকার বাসিন্দা।
সরকারি নথি অনুসারে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর আক্রান্তের তালিকায় শীর্ষে ছিল। তার মধ্যে এদিন ফের নতুন করে ১৩ জনের আক্রান্তের খবরে বিভিন্ন মহলে জল্পনা এখন তুঙ্গে উঠেছে।
আরও পড়ুনঃ রাজ্যে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, মানতে নারাজ বেসরকারি হাসপাতাল সংগঠন
যদিও, ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা পুরসভার প্রশাসক কানাইয়া আগরওয়াল আশ্বস্ত করে জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ১৩ জন আক্রান্তের লালারস পরীক্ষার রিপোর্ট এসেছে।
আক্রান্তদের একাংশ শহরের বাসিন্দা। বাকিদের বাড়ি শহর লাগোয়া এলাকায়। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীও রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584