করোনা থাবায় তিরুপতি মন্দিরে কাজ হারা ১৩০০ কর্মী

0
71

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

ঈশ্বরের ঘর রক্ষণাবেক্ষণকারী কর্মীরাও ছাড় পেল না লকডাউনের হাত থেকে। হ্যাঁ ঠিক এমনটাই ঘটলো অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে।

Tirupati temple | newsfront.co
প্রতীকী চিত্র

তিরুপতি মন্দিরের ১৩০০ জন অস্থায়ী কর্মীকে ছেঁটে ফেলা হল। ছাঁটাইয়ের কারণ স্বরূপ তিরুপতি মন্দির ট্রাস্টের সদস্যরা জানাচ্ছেন এই সময় গত দেড় মাস ধরে মন্দির বন্ধ রয়েছে। লকডাউনের জেরে কোন দর্শনার্থী মন্দিরে আসেনা। এদিকে মন্দিরে রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তাই এই অবস্থায় অস্থায়ী কর্মীদেরকে বেতন দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

চুক্তি অনুযায়ী চলতি বছরের ৩০ এপ্রিল অস্থায়ী কর্মীদের কাজের মেয়াদ শেষ হয়েছে। তাই চুক্তি পুনর্নবীকরণ এর ক্ষেত্রে আপাতত তাদের নেতিবাচক সিদ্ধান্তে অনড় রইল তিরুপতি মন্দির ট্রাস্টের সদস্যরা।

উল্লেখ্য ভারতবর্ষে হিন্দুদের তীর্থস্থানের অন্যতম বৃহৎ তীর্থস্থান অন্ধপ্রদেশের তিরুপতি মন্দির। টাকার অঙ্কেও যথেষ্ট বিত্তশালী এই মন্দির। চলতি আর্থিক বছরে এই মন্দিরের বাজেট ৩৩০৯ কোটি টাকা। মে দিবসের দিনে অর্থাৎ পহেলা মে থেকে তাদের কাজে যেতে নিষেধ করেছে মন্দির কর্তৃপক্ষ। যদিও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টিকে ভবিষ্যতে মানবিক নিরিখে দেখা হবে। কিন্তু এই টানাটানির সময়ে এরকম বৃহৎ মন্দির কর্তৃপক্ষের নজিরবিহীন সিদ্ধান্তে বিতর্কে ঝড় দেশজুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here