লকডাউনেও নানা আঙ্গিকে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস স্মরণ পূর্ব মেদিনীপুরে

0
114

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে গোটা জেলা জুড়ে ছোট-বড় অসংখ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মর্যাদার সঙ্গে বিদ্যাসাগর মহাশয় এর ১৩০ তম প্রয়াণ দিবস পালন করা হল। বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর কে সামনে রেখে এই জেলায় গড়ে উঠেছে ৪১ টি আঞ্চলিক কমিটি।

vidyasagar  | newsfront.co
শ্রদ্ধা নিবেদন ৷ নিজস্ব চিত্র

আজ জেলার বিভিন্ন প্রান্তে করোনা অতিমারি লকডাউনের মধ্যেই দেড় শতাধিক প্রকাশ্য স্থানে ও পাঁচ শতাধিক বাড়িতে ঘরোয়া ভাবে স্বাস্থ্যবিধি মেনে মাল্যদান, গান ,আবৃত্তি বক্তৃতার মধ্য দিয়ে প্রয়াণ দিবস পালন করেন প্রবীণ অধ্যাপক শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে কচিকাঁচার দল ।

statue | newsfront.co
মাল্যদান ৷ নিজস্ব চিত্র

জেলা সম্পাদক সুজিত মাইতি বলেন সারা বছর জুড়ে দ্বিশত জন্মবর্ষ পালনের নানান পরিকল্পনা থাকলেও অতিমারিরে কারণে তা পরিবর্তন করে বর্তমানে অনলাইনের মাধ্যমে বিদ্যাসাগর কর্মসূচি চলছে। নানান প্রতিযোগিতা, অনলাইন আলোচনার মহড়া গত একমাস ধরে চলছে ।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আজ মহান পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণে স্মরণ দিবস সর্বত্রই পালিত হয়েছে। তিনি আশা ব্যক্ত করে বলেন যে আমরা মেদিনীপুরবাসী হিসেবে গর্ব অনুভব করি।

আরও পড়ুনঃ বাড়িতে পতাকা উত্তোলন করে শতবর্ষ উদযাপনের আবেদন ইস্টবেঙ্গল কর্তাদের

বিদ্যাসাগরের আদর্শের পরিপন্থী চিন্তা, অবৈজ্ঞানিক শিক্ষা, কুসংস্কার, অন্ধতা সমাজে প্রতিষ্ঠিত করার যতই অপচেষ্টা চলুক না কেন আজকে বিদ্যাসাগর স্মরণ প্রমাণ করছে ছাত্র যুব সমাজ থেকে সর্বস্তরের মানুষ জন বিদ্যাসাগরের চিন্তাকেই গ্রহণ করতে প্রস্তুত।

তিনি জানান আগামীকাল রামনগর কমিটির পক্ষ থেকে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান হবে । আরো ব্যাপকভাবে বিদ্যাসাগর চর্চা করার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল কর্তাদের বিরোধিতা প্রাকটিস শুরু হচ্ছে মহামেডানের, বিরোধ দুই প্রধানের

পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলসিটা গ্রামে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় বর্ণপরিচয়ের জনক পন্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসের এই বিশেষ দিনটি৷ এদিন স্থানীয় যুবকবৃন্দ ও মেলবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ বিদ্যাসাগরের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here