শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের ২৪ ঘন্টায় রাজ্যে ১৩৫ জন করোনা পজিটিভ হওয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৩২ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ১৯৩ জনের। অন্যদিকে, করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ২৬৫ জনের। একই সঙ্গে ২৪ ঘন্টায় আরও ২৮ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ ১২২১ জন।
সুস্থ হওয়ার হার ৩৬.৬৪ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৮৪৬ জন, অর্থাৎ এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১০১ জন। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।
বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৩৫৫ জনের। সব মিলিয়ে রাজ্যের ৩০ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ১২০৫৯৯ জনের। এর মধ্যে ৯ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ আমফান বিধ্বস্ত বাংলার জন্য ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
রাজ্যের ৬৯ টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫৩ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৬.৪৮ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৪৬১৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮৪৫৬ জন।
এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় ২১ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৫৭২ জনের। এদিন কলকাতায় আরও ৪ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ১৭৬ জনের। এদিন সর্বোচ্চ সংক্রমণ হাওড়ায়। হাওড়ায় ৭৪ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৭৩২ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৭ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৪৩৯ জনের, মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমণ বেড়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুশির্দাবাদ, নদিয়া এবং বীরভূমেও। এর মধ্যে মুশির্দাবাদে ১২ জন এবং হুগলিতে ১৩ জনের সংক্রমণ বৃদ্ধি উল্লেখযোগ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584